আসিয়া বলাই বলে কানাই ওরে ভাইয়া।
আমারে ডাকিয়া ছিলা কিসের লাগিয়া।।
হাসিয়া কানাই বলে বলাই দাদা ভাই।
ধেনুক মারিয়া সভে ভাল ফল খাই।।
শুনিয়া বলাই মন হরষিত হৈয়া।
সামাইলা তাল-বনে কৌতুক লাগিয়া।।
রুষিয়া আইল ধেনুক বলাই দেখিয়া।
লীলায় মারিল তার পুচ্ছ ঘুরাইয়া।।
তাল ফল লৈয়া সভে করিলা ভোজন।
ঘনরাম দাস হেরি আনন্দিত মন।।