আহা কৃষ্ণ প্রাণনাথ কে নিল হরিয়া। কান্দে সব গোপনারী গোবিন্দ ধেয়াইয়া।।
নন্দ কান্দে যশোদা কান্দে কান্দে রোহিণী। আহার তেজিয়া কান্দে বনের হরিণী।
না কান্দ না কান্দ গোপী স্থির কর মন। কংস বধিয়া কৃষ্ণ আসিব এখন।।
জাতি যুথি মালতী পুষ্প দ্বারে লাগাইলুম। নিঠুর কালিয়ার সনে পিরীতি বাড়াইলুম।।
ফুটিল মালতী ফুল গন্ধ গেল দূর। ছাড়ি গেল প্রাণনাথ নিমায়া নিঠুর ।।
মীর ফয়জুল্লা কহে ধৈরজ ধরহ চিত। ফিরিব কানাই মনে না ভাবিহ ভীত।।