“উঠিতে কিশোরী বসিতে কিশোরী
কিশোরী নয়ন-তারা ।
কিশোরী ভজন কিশোরী পূজন
কিশোরী গলার হারা।।
রাধে, ভিন না ভাবিহ তুমি।
সব তেয়গিয়া ও রাঙ্গা চরণে
শরণ লইনু আমি।।
শয়নে স্বপনে ঘুমে জাগরণে
কভু না পাসরি তোমা।
তুয়া পদাশ্রিত করিয়ে মিনতি
সকলি করিবা ক্ষমা ।।
গলায় বসন আর নিবেদন
বলি যে তুহারি ঠাঁই।”
চণ্ডীদাস ভণে — “ও রাঙ্গা চরণে
দয়া না ছাড়িহ রাই।।”