এই পরমাদ ব্যথিত হইলা
নাগর রসিক রায়।
রাই ভাবে তনু পূরিত হইয়া
তাম্বুল নাহিক খায়।।
বিসরি সকল পূরব পীরিতি
এবে ভেল অভিমান।
কহে সুনাগর চতুর শেখর–
“দূতী যাহ রাধা ঠাম।।
রাই মানাইয়া আনিবে যতনে
তবে সে জীয়ই কান।
তুরিত গমন করহ এখন
ইহাতে না হয় আন।।
বড় অভিমানী রাই বিনোদিনী
বসিয়া মাধবী-মাঝ।
সঙ্কেতে মুরলী ডাকিল সুস্বরে
অনেক মানের কাজ।।
তাহে যে গোপিনী গেছিল সেখানে
না ভাঙ্গে রাধার মান।
সেই গোপরামা পরাভব মানি
আয়ল আমার ঠান।।”
চণ্ডীদাস কহে– “শুন রসময়
রাধার বড়ই মান।
আন আনিবারে কেহ সে নারিব
পয়ান করহ কান।।”