এই মনে বনে দানী হইয়াছে
ছুঁইতে রাধার অঙ্গ।
রাখাল হইয়া রাজবালা সনে
না জানি কিসের রঙ্গ।।
গিরি গিয়া যদি আরাধনা কর
সেবহ শঙ্করদেবে।
সতত অরণ্যে শরণ শৈলজা
পূজা কর এক ভাবে।।
জলধিজাহ্নবী- সঙ্গম নিকটে
সঙ্কটে কামনা কর।
তবু বুকভানু- নন্দিনীনিচোল-
অঞ্চল ছুঁইতে নার।।
অলপে অলপে সঘনে সঘনে
বচন রচহ মিঠ।
সব আভরণ থাকিতে হিয়ার
হারে বাড়াইছ দিঠ।।
মদনে আকুল আপন দুকুল
কি লাগি কলঙ্ক কর।
জ্ঞানদাস কহে ইঙ্গিত নহিলে
কি লাগি বাহু পসার।।