একদিন নিধুবনে রাধাকৃষ্ণ দুইজনে
হেনকালে আসি সখীগণ।
কহে মৃদু মৃদু হাসি হেরি রাই মুখ শশী
কহে অতি মধুর বচন।।
কহি রাধে তব ঠাম সখীগণ সঙ্গে শ্যাম
বনে রাজা হয় প্রতিদিনে।
আপনি শ্যাম রাজা হয়ে সখাগণ প্রজালয়ে
বিচার করে বসি রাজাসনে ।।
জয় জয় রাধে রাধে বলিয়া বোল বোলহি
রতি রণে হারিলা কান।
বৃন্দাবনের ঈশ্বরী রাইয়েরে রাজা করি
কোতয়াল করতহি কান।।
এত কহি সখাগণ হয়্যা আনন্দিত মন
রাজবেশ বানাইয়া দিল।
রত্ন সিংহাসনোপরি বসায় রাইকে রাজা করি
জ্ঞানদাস তাহাতে ডুবিল।।