একে কুলবতী ধনী তাহে সে অবলা।
ঠেকিল বিষম প্রেমে কত স’বে জ্বালা।।
অকথন বেয়াধি এ কহন না যায়।
যে করে কানুর নাম ধরে তার পায়।।
পায়ে ধরি কাঁদে সে চিকুর গড়ি যায়।
সোনার পুতুলি যেন ভূমেতে লোটায়।।
পুছয়ে কানুর কথা ছল ছল আঁখি।
কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখি।।
চণ্ডীদাস কহে কাঁদে কিসের লাগিয়া।
সে কালা আছয়ে তার হৃদয়ে জাগিয়া।।