একে সে মুরতি তার রসে নিরমিল গো
তার তাহে বয়স বিশেষ।
ওরূপ লাবণ্য লীলা হিল্লোলে পড়িয়া গো
পুন কে আসিব নিজ দেশ।।
সজনি কি খেনে গেলুঁ কালিন্দী কিনারে।
কতেক যতন করি চিত নিবারিতে নারি
নারী কুলে রহিল খাঁখারে।।ধ্রু।।
ও মুখমাধুরী কিবা ও রূপচাতুরী গো
ভালে চান্দ তিলক বনান।
ও গীমদোলনি হেরি ও সরস আলাপনে
পশু পাখী না ধরে পারণ।।
যত গুরু গৌরব এবে ভেল রৌরব
ঘর ভেল তপত অঙ্গার।
শুনি জ্ঞানদাস কহ নিজ তনু সোঁপহ
ভালে বুঝি ঐছন বিচার।।