একে সে মূরতি রতি- পতি মুরছন, গতি
অতিশয় ললিত সুঠাম।
আবেশে লাবণ্য-লীলা বাতাসে দরবে শিলা
রসবতী কে ধরে পরাণ।।
সজনি কতয়ে নিবারিব চিতে।
তিলে তিলে দেখি আন নাহি রহে কুলমান
নাহিক রসের পরমিতে।।
চকিত চাহনি তার সহিতে শকতি কার
তনু মনে করে অনুরোধ।
কি জানি কি হেন জনে জগতে উপজে মেনে
ইঙ্গিতে করয়ে পরবোধ।।
কতেক পিরিতি তার প্রতি অঙ্গে আছে আর
হেরইতে নয়ন জুড়ায়।
জ্ঞানদাস ইথে কহে রহিল রহিল নহে
জগতে অযশ যত গায়।।