এক যে সুন্দরী বরণ বিজুরি
সখী পাঁচ সাত সঙ্গে।
বদন ননুঙা ভ্রুযুগ ধনুঙা
লোচন জিনি কুরঙ্গে।।
গজ অরি যিনি মাজা অতি খিনি
তথি নাভি সরোবরে।
উর উচ দেখি চক্রবাক পাখি
অতিশয় শোভা করে।।
সুবল বন্ধুয়া অহে।
হেরি তার রূপ রসময় কূপ
রতিপতি মোরে দহে।।ধ্রু।।
কোন জন মোরে আনি দিবে তারে
কে তার মরম জানে।
হরেকৃষ্ণ বোলে পাঠাও সখারে
তাঁর প্রিয় সখি স্থানে ।।