এ বোল বলিয়া বিস্মিত হইয়া
ডাকেন রোহিনি দেবি।
“* * * * * * * * লের গুন
মরিএ মরমে ভাবি।।
আমার সাক্ষাতে মৃর্ত্তিকা খাইল
দেখিল নয়ন-কনে।
* * * * * * মুখ মেল দেখি
দেখাইল মুখখানে।।
মেলয়িা শ্রীমুখ কিবা দেখাইল
দেখিয়া বিস্মিত হ(লুঁ)
কহিতে বিসম পরতিত নহে
মু মেন কি ফল পালুঁ ।।
সুন গো, রোহিনি, কহি এক বানি
কি জানি দেখিল খেদ।
দুধের ছায়াল কি বাদে খাইল
বুঝিতে নারিল ভেদ।।
জবে মুখ বিধু — বদন মেলিলা
চাহিতে মুখের পানে ।
ওদর ভিতর এ মহি-মণ্ডল
দেখিল নয়ন-কনে।।
একি অদভুত সুন গো, রোহিনি,
এ কথা অন্যথা নএ।
একটি ভুবন দেখিল সদন
মোরে সে লাগিল ভএ।।
তাহা(র) উপরে এ চোদ্দ্য ব্রহ্মাণ্ড
জেনক দেখিল আমি।
সুনিতে তরাস হইল হুতাস
সুনহ, রোহিনি, তুমি।।
সাবধান হয়া সুনগো, রোহিনি,
একি পরমাদ দেখি।
হএ নএ ইহা তুমি দেখ ‘সিয়া
তবে সে জানিবে সাখি।।”
চণ্ডিদাস বলে — “সেই সে ছায়ালে
কে বলে মানুস-কায়া।
দেব ভগবান দেবের দেবতা
জনম লভিল ‘সিয়া।।”