এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া
কহেন গোপের নারী।
“বড় অদভুত শুনিল বেকত
ইহা পরমাদ বড়ি।।”
ভাল ভাল বলি বলে গোপীগণ
“যাহাই করিবে তুমি।
সেই সত্য ফল সেই সে সুদিন
কি আর বলিব আমি।।”
কেহ বলে–“শুন নাগর মোহন
না দেখি না শুনি কানে ।
রাধারে রাজত্ব দিবে সে বেকত
দেখি যে মনের সনে।।”
আনন্দ অথির হইয়া নাগরী
কহেন কানুর পাশে।
রাধা পাঠাইয়া সকল গোপিনী
বদনে বসনে হাসে।।
অপরূপ লীলা কিবা সে সৃজিলা
রসিক নাগর কান।
এমন আনন্দ রসের লহরী
চণ্ডীদাস গুণ গান।।