এ সখি কি মোরে হইল বিধি বাম।
মানে মানিনী হৈঞা হারাইনু শ্যাম।।
কত জানি মিনতি করিল পিয়া মোর।
সজল নয়ন হৈঞে ব্যাকুল ভোর।।
না শুনিল বিনয় বচন অভিমানে।
কান্দি কান্দি পিয়া গেল সজল নয়নে।।
না কহিলুঁ প্রিয় কথা না পেখিলুঁ হেরি।
নিরাশ হইঞা গেলা রসের মুরারি।।
সখী কহে শুন ধনি বিনোদিনী রাই।
সহজেই খলচিত কঠিন মাধাই।।
কাহে করলি ধনি বচন নিরাস।
সো এবে সোঙরত এ নয়ন দাস।।