এ সখি যতহুঁ বিনতি পহুঁ কেল।
সো সব অব তহিঁ আহুতি ভেল।।
পরিহরি সো গুণরতন বিধান।
যতনহি যো হাম রাখলো মান।।
সোহি অব কাল অনল সম হোই।
দগধয়ে নীরস দারু হিয়া মোহি।।
মুখরিত পিককুল যাজক তায়।
তহিঁ মলয়ানিল রচয়ে সহায়।।
জানলুঁ দেব বিমুখ যাহে হোই।
তাকর তাপ না মেটই কোই।।
ভরমহু মঝুমনে নাহি এত ভান।
রোখি চলব কিয়ে নাগর কান।।
শুনইতে রাইক ঐছন ভাষ।
জরজর ভেল ঘনশ্যামর দাস।।