ওহে তোমরা কে হে চন্দ্রবদনী ধনি-দে।
সুন্দর বদনী ধনি পঞ্চম-ভাষণি
নবীন যৌবনী তোমরা কেহে।।
তোমরা ডাকিছ সুখে তরণি পড়েছে পাকে
আপনা সামালি তবে যাই হে।
ওহে চন্দ্রবদনী ধনি দে হে।।
নাবিক রতন মণি তরণী নিকটে আনি
চড় সভে পার করি আমি হে।
শুন সুবদনী ধনি হরিষে ভরল তনি
তরণিতে চড়ি সখি মেলি হে।।
নৌতুন নাবিক কান নাহি জানে সন্ধান
বেগে বাহি লেয়ল তরণী।
টুটি তরণি হেরি কাঁপে সব সুকুমারি
জ্ঞানদাস সিঞ্চয়ে পানি।।