ওহে শ্যাম বুঝিনু তোমার চিত।
আগে আহার দিয়া মারয়ে বাঁধিয়া
এমতি তোমার রীত।
যখন আমাাকে সদয় আছিলা
পীরিতি করিতা বড়।
এখন কি লাগে হইলা বিরাগী নিদয় হইলা দড়।।
বুঝিনু মরমে যে ছিল করমে সেই সে হইতে চায়।
নহিলে কে জানে খলের বচনে পরাণ সঁপিনু তায়।।
তোমার পীরিতি,আরতি দেখিতে
যে দুখ উঠিছে চিতে।
সে নারী মুরুখ যে করে ভরসা
তোমার পীরিতি রীতে।।
দেখিতে শুনিতে মানুষ আকার
আছি না আছিয়ে ঘরে।
হিয়ার ভিতর যেমত পুড়িছে সে দুখ কহিব কারে।।
পুরুবে জানিতাম হইবে এমতি
পাইব এতেক লাজে।
জ্ঞানদাস কহ ধৈর্য্য করি রহু
আপন সুখের কাজে।।