ও প্রাণ সখি গো আইল না রাধার মনচুরা।
দুই নয়ানে বহে জলধারা গো আইল না রাধার মনচুরা।
গহিন রাত্রির কালে, আছিলু নিরালা ঘরে, কি হেরিলু
বিজুলী সঞ্চার গো।।
মাথার কেশ দুভাগ করি, ঐ বন্দের চরণে ধরি, সেই অবধি
পাগলিনীর ধারা গো।
আবুল হুছনে বলে, মাধবী লতার তলে, বাঁশী বাজায় মুনির মনচুরা গো;
আইলনা রাধার মনচুরা।