ও-মোরে ঠগিলায়, ঠগিলায় রে, বন্ধু রে ! ধু
বন্ধু রে ঠগিলায় আমারে, লাড়িয়া পিতলদিয়া রে বন্ধু, অবুলা ভাড়িলায় রে।
আর ঠগের আশা, ঠগের বাসা ঠগের গৃহবাস;
ঠগ দি’ বানাইছইন আল্লায় সয়াল সংসার রে।।
আর চান্দে যে করইনি রে গৈরব উঠইন তেরা লইয়া;
রাধিকায় করইন গৈরবঃ আমার কানুর গলায় মালা রে।
আর আলিমে করইনি রে গৈরব কোরান-কিতাব লইয়া;
মুই অধমে করি গৈরবঃ আমার কানুর গলায় মালা রে।
আর আলিমে করইনি রে গৈরব কোরান-কিতাব লইয়া;
মুই অধমে করি গৈরবঃ আমার পীর মুরশিদের বচন লইয়া রে।
আর আম ধরে ঝোপা রে ঝোপা তেঁতই ধরে বেঁকা
দেশের বন্ধু বিদেশ যাইতে অরে না হইব দেখ রে।
আর, আমের পাতা চিরল-চিরল তেঁতইর পাতা রেকী;
এমত চাইয়া করিও পিরিতি মইলে যারে দেখি রে।
আর কইন তো ফকির জবান আলীয়ে নদীয়ার কূলে বইয়া।
পারইমু পারইমু করি আমার দিন তো যাইত্‌রা গইয়া রে।