কত দূরে মধুপুরী যাব কার পাশে।
আবাস বিপিন ভেল পিয়া পরবাসে।।
ব্রজের নয়ননীরে কালিন্দী উথলে।
শুকাইল আঁখি মোর হিয়ার অনলে।।
তখন খুঁজিতু সই কান্দিবার ছলা।
কান্দিতে না পারি আর অনাথি অবলা।।
যে জনা করিত সাধ দেখিবার লাগি।
আজি তার দেখা নাই হায়রে অভাগি।।
যে দিকেতে চাই সই সব কানু মাখা।
রূপে ভরা আঁখি তবু নাহি থাকে ঢাকা।।
না যায় কঠিন প্রাণ থাকিতে না চায়।
দিব্যসিংহ গোবিন্দের পদ পানে ধায়।।