কত না লাবণ্যে সাজায়া অঙ্গ।
বিধি নিরমিল রসতরঙ্গ।।
একটি বচন অমিয় কিয়ে।
শুনি উলসিত আকুল হিয়ে।।
রাধে লো নিজ মরম কই।
তোমা বিনু আর কাহারো নই।।ধ্রু।।
পরাণ পুতলি রসের ওর।
ঘর সরবস সম্পদ মোর।।
কনক কুসুম গঠিত দেহ।
জীবনে জড়িত তোমার লেহ।।
নিন্দে চিয়াইয়া চৌদিকে চাই।
ছায়া নিরখিয়ে পরাণ পাই।।
জ্ঞানদাসচিতে এ অনুমান।
রাধা কানু দুহুঁ এক পরাণ।।