কত পরকার কহল যব সহচরি
তব ধনি অনুমতি দেল।
নিকটহি নাহ বৈঠি যাহাঁ ভাবয়ে
তুরিতে সখী তাহাঁ ভাবয়ে
সবহুঁ কহল হরি পাশ।
শুনইতে হরষে চলল বরনাগর
পূরব সব অভিলাষ।।ধ্রু।।
রাইক সমুখে রহল হরি কর জোড়ি
বদনে না নিকসই বাণি।
ভীতহি সঘনে সকল তনু কাঁপয়ে
কত সাধস অনুমানি।।
তবহুঁ সুধামুখি বয়ন না হেরয়ে
মনহি বিচারল কান।
বাহু পসারি চরণ ধরি সাধয়ে
দাস ঘনশ্যাম রস ভাণ।।