কবহুঁ রসিক সনে দরশন হোয় জনি
দরশনে হোয় জনি নেহ।
নেহ-বিচ্ছেদ জনি কাহুঁক উপজয়ে
বিচ্ছেদ ধরয়ে জনি দেহ।।
সজনি দরে কর ও পরসঙ্গ।
পহিলহি উপজিতে প্রেমক অঙ্কুর
দারুণ বিহি দিল ভঙ্গ।।
যবহুঁ দৈব-দোষ উপজয়ে প্রেমহি
রসিক সনে জনি হোয়।
কানু সে গোপত পিরীতি করি অব
সবহুঁ শিখায়ল মোয়।।
হেন ঔখদ সখি কাহাঁ নাহি পাইয়ে
জনু যৌবন জরি যায়।
অসমঞ্জস রস সহিতে না পারিয়ে
ইহ কবিশেখর গায়।।