কলি কবলিত কলুষ জারত
দেখিয়া জীবের দুখ।
করল উদয় হইয়া সদয়
ছাড়িয়া গোকুল সুখ।।
দেখ গৌরগুণের সীমা।
দীনহীন পাইয়া দিছেন যাচিয়া
বিরিঞ্চিবাঞ্ছিত প্রেমা।।
অকিঞ্চন বেশে ফিরে দেশে দেশে
সঙ্গে লৈয়া নিজজন।
করিয়া সন্ন্যাস হৈলা আন বেশ
কে বুঝে তাহার মন।।
পতিত পাবন বলে সব জন
এসব করুণা লাগি।
শোকের সাগর এ রায় শেখর
ও রাঙ্গা চরণ মাগি।।