করে কর জোড়ি, মিনতি করু মো সঞে,
চরণ কমল প্রণিপাত।
কোপে কমলমুখী, নয়নে না হেরসি,
অভিমানে অবনত মাথ।।
সুন্দরি ইথে কি মনোরথ পুর।
যাচিত রতন, তেজি পুনঃ মঙ্গল,
সো মিলন অতি দূর।।
কোকিল নাদ, শ্রবণে যব শুনবি,
তব কাঁহা রাখবি মান।
কোটি কুসুমশর, হিয়া পর বরিখব,
তব কৈছে ধববি পরাণ।।
মঝু এত বচনে, তুয়া নহি আরতি,
হিত কহিতে কহ আন।
দারুণ দক্ষিণ, পবন যব পরশব,
তবহি তব দূব মান।।
গুণগণ ছোড়ি, দোষ এক সোঙরসি,
নিকটহি কই না যাব।
দারুণ নয়ানে, আবতি তব ধাওল,
অব জ্ঞানদাস দুখ লাভ।।