কলপ তরুর ছায় মদনমোহন রায়
বামে ধনি উজোর বদন।
বিজুরি জিনিয়া গা ঠমকি ফেলিছে পা
গোপী নাচে কর‍্যাছে মগন।।
নানা তানা নানা নানা গান করে গোপী সব
মৃদঙ্গ বাজয়ে অনুপাম।
রাধার বদন হেরি অতি রসে ফিরি ফিরি
নাচত নবঘন শ্যাম।।
আনন্দে নাহিক ওর সব সখিগণ ভোর
কুন্দলতা আনন্দে হিল্লোল।
দুহুঁ দুহাঁর মুখ হেরি নাচত ফিরি ফিরি
জলধরে বিজুরি উজোর ।।
আজু কুঞ্জে নব রাস দুহুঁ দুহাঁর মুখে হাস
প্রেমানন্দে হল্য বরিষণ।
জ্ঞানদাসেতে ভনে বড় হরষিত মনে
ভাসিতে লাগিল বৃন্দাবন।।