“কহিএ সজনি, শুন এক বাণী
আনহ ধবল ধান।
আগ উঠাইব বিচার করিব
ইহাতে নাহিক আন।।”
শুক্ল ধান আনি ভূমেতে থুয়ল
সে নব কিশোরী রাই।
“যদি গৃহে মোর কানাঞি আসিব
তুরিতে কহিবি তাই।।”
এ বোল বলিয়া আগ উঠায়ল
বিজোড় নাহিক হয়।
জোড়ে জোড়ে ধান উঠল সমান
বুঝিল মঙ্গল হয়।।
চণ্ডিদাস বলে– তুরিতে মিলব
কিশোর নাগর কান।
শুতলি মন্দিরে সখীগণ রঙ্গে
সরল হইল মান।।