কহেন ভগিনি তবে-“সুন নন্দরানি।
গোলক -ইস্বর বলি জানিল তখনি।।
পুতনা রাক্ষসি মারে তোমার তনএ।
সকট দারূন দেখ ভাঙ্গিলেক পাএ।।
তৃনাবর্ত্ত অসুরেত মারে জেই জন।
ইহাতে লভিল বোধ না জান কারন।।
তুমি ত অবোধ রানি জানিল কারন।
কেবোল ইস্বর হএ নন্দের নন্দন।।
এ সব জাহার সক্তি তাহার কি কথা।
* * * * * * সক্তি তুমি তার মাতা।।
একথা কাহার আগে আর না কহিয়।
মানুস-গিয়ান বলি তারে * * * * ।।”
(রো)হিনির কথা সুনি লাগল তরাস।
মানুষ-গিয়ান ছাড়ি দেবের প্রকাস।।
বালক লইঞা কোলে * * * * * *।
আনন্দে পেয়াা সর ই খির লবনি।।
“তুমি দেব চক্রপানি ইবে সে জানিল।
পুত্র ভাবে * * * * * * * করিল।।
অপরাধ ক্ষেম মোর দেব সনাতন।”
ক * * * * * * সুন, নন্দরানি।
কেবোল পরম পদ এই জাদুমুনি।।