“কহ কহ দেখি কেমন মথুরা
কেমন নগর ক্লেশ।
কহ দেখি শুনি”– কহেন সে ধনি
হইয়া কাতর শেষ।।
“নগরের জত রমনি সকলি
কেমন রূপের ছটা।
কোন রসবতি করিয়া পিরিতি
ভুলায়ে করিল লেঠা।।
কানু কি ভুলল কুবুজা সহিতে
এই সে তাহার রিত।
তেজিয়া চন্দন ভূষণ কেসাই
এই সে তাহার চিত।।
তেজিয়া কাঞ্চন গুঞ্জা ফল সম
এ দুই একুই মূল।
কোথা গজমোতি কোথা সে সমান
ভেলি সে মুকুতা ভুল।।
কাহা মনি মুক্ত কাহা সে খোজল
কাচক রতন সমান।
কাহাঁ মরকত কোথা সে ফটিক
চণ্ডীদাস পরমাণ ।।