কহ কহ সুন্দরি আজুক রঙ্গ।
কৈছনে মিলল কানু তুয়া সঙ্গ।।
কহই না পারিয়ে সখিগণ-মাঝ।
কহইতে কাহিনি লাগয়ে লাজ।।
আজুক কৌশল অতি অপরূপ।
শুনইতে মানবি স্বপন-স্বরূপ।।ধ্রু।।
চঞ্চল ধরলহি অঞ্চল মোর।
ছোড় ছোড় নাগর লাজ নাহি তোর।।
কোরে আগোরল বাহু পসারি।
মানস পূরল নিলজ মুরারি।।
করে কর ধরি মোরে চুম্বন কেল।
মঝু মুখ নিরখিতে পুলকিত ভেল।।
পরশি পয়োধর ভৈগেল ভোর।
ভয়ে তনু কাঁপয়ে থরথর মোর।।
চরণ পরশি মোর বলে বার বার।
দুখ না করবি ধনি শপথি হামার।।
কহিতে কহিতে ধনি প্রিয় পরসঙ্গ।
ভাবে মগন ভেল পুলকিত অঙ্গ।।
এতহি কহল সব সখিগণ মাঝ।
কোরে পায়ল জনু নাগর-রাজ।।
তৈখনে ঘন ঘন বহত নিশ্বাস।
মানস পূরল মনমথ-আশ।।
নিমানন্দ দাস কহই রস গূঢ়।
বুঝব রসিক-জন না বুঝব মূঢ়।।