কহ না উপায়ে সখি কহ না উপায়।
নিরবধি হৃদয়ে জাগয়ে গোরা রায়।।
পসরা না যায় গোরাচাঁদের পিরীতি।
কি করিব বিধি সে করিল কুলবতী।।
কিবা সে মধুর বাণী অমিয়ার ধারা।
কিবা সে মোহন রূপ সতী-মন-চোরা।।
যদু কহে কি কহিব গোরা-গুণ যত।
বিকাইলুঁ গোরা-প্রেমে এ জনমের মত।।