কানাই বিরহে বুলে সকল গোপিনী।
হেন বেলে কোকিলের কলরব শুনি।।
কৃষ্ণের বিরহে গোপী বুলে অচেতন।
ব্রজাঘাত শব্দ হেন শুনিল শ্রবণে।।
জৈমিনি জৈমিনি গোপী করয়ে স্মরণ।
দুহাতে চাপিয়া গোপী রহিল শ্রবণ।।
কোকিলের নাদে তারা বজ্রাঘাত মানি।
হেন বেলে হৈল তথা চাতকের ধ্বনি।।
চৌদিকে চাতকপাখী ডাক পিউ পিউ।
তা শুনিয়া গোপীগণ নাহি ধরে জীউ।।
কৃষ্ণের বিরহে গোপী হইলা আবেশ।
কৃষ্ণ লীলা রচে গোপী ধরি তার বেশ।।