কানুক ঐছে দশা শুনি বিরহিণি
বাঢ়ল অতি উনমাদ।
কানু কানু করি খিতি-তলে মুরছলি
সখি দ্বিগুণ বিষাদে।।
এ সখি তুরিতহি কোরে অগোরল
কহতহিঁ আওত কান।
শুনইতে ঐছন বচন রসায়ন
পাওল জীবনদান।।
চেতন পাই হেরই পুন দশ দিশ
অতি উতকণ্ঠিত হোই।
কাহাঁ মঝু প্রাণনাথ কহি ফুকরয়ে
অবহুঁ না আওল সোই।।
রোয়ত হসত খসত মহি জোয়ত
পন্থহি নয়ন পসারি।
সহই না পারি জ্ঞান পুন তৈখনে
মথুরানগর সিধারি।।