কানুর পিরীতি চন্দনের রীতি
ঘষিতে সৌরভময়।
ঘষিয়া আনিয়া হিয়ায় লইতে
দহন দ্বিগুণ হয়।।
সই কে বলে পিরীতি হীরা।
সোনায় মুড়িয়া হিয়ায় করিতে
দুখ উপজিলা ফিরা।।ধ্রু।।
পরশ পাথর বড়ই শীতল
কহয়ে সকল লোকে।
মুঞি অভাগিনী লাগিল আগুনি
পাইলুঁ এতেক শোকে।।
সব কুলবতী করয়ে পিরীতি
এমত না হয় কারে।
এ পাপ পড়সী ডাকিনী সদৃশী
সকলে দোষয়ে মোরে।।
গৃহের গৃহিণী আর ননদিনী
বোলয়ে বচন যত।
কহিলে কি যায় কি করি উপায়
পরাণে সহিব কত।।
নানুরের মাঠে গ্রামের নিকটে
বাশুলী আছয়ে যথা।
তাহার আদেশে কহে চণ্ডীদাসে
সুখ যে পাইব কোথা।।