কালার পীরিতি গরল সমান
না খাইলে থাকে সুখে।
পীরিতি-অনলে পুড়িয়া মরে যে
জনম যায় তার দুখে।।
আর বিষ খেলে তখনি মরণ
এ বিষে জীবন শেষ।
সদা ছট্‌ ফট্‌ ঘুরুণি নিপট
লট পট তার বেশ।।
নয়নের কোণে চাহে যাঁহা পানে
সে ছাড়ে জীবনের আশ।
পরশ পাথর ঠেকিনু রহিল
কহে বড়ু চণ্ডীদাস।।