কালিন্দির এক দহে কালীনাগ তাহাঁ রহে
বিষ জল দহন সমান।
তাহে বহে বিষ বায় পাখী যদি উড়ি যায়
পড়ে তাহে তেজিয়া পরাণ।।
বিষ উথলিছে জলে প্রাণী যদি যায় কূলে
জলের বাতাস তারে মারে।
স্থাবর জঙ্গম যত কূলে মরি আছে কত
বিষজ্বালা সহিতে না পারে।।
দেখি যদুনন্দন দুষ্ট দর্পবিনাশন
উঠিলেন কদম্বের ডালে।
তাহার উপরে চড়ি ঘন মালশাট মারি
ঝাঁপ দিলা কালীদহজলে।।
দেখিয়া রাখালগণ কান্দিয়া আকুল মন
পড়ে সভে মূরছিত হৈয়া।
ফুকরি শ্রীদাম কান্দে কেহো থির নাহি বান্ধে
ক্ষণেকে চেতন সভে পাঞা।।
কি বলি যাইব ঘরে কি বলিব যশোদারে
ধেনু বৎস কান্দে উভরায়।
শুনিতে এসব বাণী পাষাণ হইল পানি
মাধব অবনী গড়ি যায়।।