কালিয়া বরন নিরমিল জার
অন্তরে বাহিরে কালা।
নয়ন-হিলনে কিরূপ দেখিলাম
আমাকে বাড়িল জালা।।
সই,গদ গদ হিআর মাঝে।
আমার অন্তরে দহে কলেবরে
কান্দিতে নারি লোকলাজে।।
নগর মাঝারে লোক বলে মোরে
আসিল স্যামের রাই।
সেহ জে কলঙ্কে জগত ভরিল
দেখিতে না পাইলাম তাই।।
সাষুরি ননদ কানু-পরিবাদি
বিনে নাহি বলে আর।
চণ্ডীদাস কহে কালিআ রতন
তোমার গলার হার।।