কিক্ষণে শ্যামরূপ নয়ানে লাগিল।
মান অভিমান কুলের ধৈরজ ভাঙ্গিল ।।
অল্প বয়সে মোর শ্যাম পরিবাদ।
বিধি কৈল পরাধিনী না পুরল সাধ।।
কি করব কুলশীলে গুরু গরবিতে।
বিকাইনু শ্যাম পায় আন নাহি চিতে।।
আপনা আপনি কথা ভাবি মনে মনে।
আপনাকে বলি ধনি এমন হৈলে কেনে।।
বলে বলুক গুরুজন যায় জাতি যাউক ।
মরে মরুক নিজপতি আপনে কউক।।
হেন মনে করি রূপহার করি পরি।
দেখিলে সে জিয়ে প্রাণ, না দেখিলে মরি।।
জ্ঞানদাস বলে ধনি যে ধন সে বটে।
তুমি শ্যামের,শ্যাম তোমার, নহিলে কি ঘটে।।