কি আর বুঝাও কুলের ধরম
মন স্বতন্তর নয়।
কুলবতী হঞা রসের পরাণি
কভু জানি কার হয়।।
কানু সে জীবন জাতি প্রাণধন
দুখানি আঁখির তারা।
পরাণ অধিক পরাণ পুতলি
নিমেষে বাসিয়ে হারা।।
সরস মাপিত বচন তোমার
যেন বাজিয়ার বাজি।
মুখে সরবস হৃদয়ে আন
কাজের গতিক বুঝি।।
সকল ফুলে ভ্রমরা বুলে
কি তার আপন পর।
জ্ঞানদাসে কহে কানুর পিরিতি
কেবল দুখের ঘর।।