কি করিব ওগো সখি নিষেধ না মানে।
কতদিনে গুণমণি দেখিব নয়ানে।।
দুখের উপরে দুখ কহিতে না পারি।
বন্ধুয়া বৈমুখ তায় ননদিনী বৈরী।।
অন্তরের অনল মোর চূয়াইয়া উঠে।
রসিক নাগর বিনে আনল না ছুটে।।
বরিষার ধারা বয় নয়ানের জলে।
এ দুঃখ রহিল মনে হরেকৃষ্ণ বলে।।