কি কহব রে সখি তোহারি সমাজ।
কহইতে কাহিনি লাগয়ে লাজ।।
শুতি ঘুমায়লুঁ হাম অগেয়ান।
অলখিতে আওল নাগর কান।।
পীন পয়োধরে দেলহি হাত।
তুরিতে লুকায়লুঁ দেহ বিগাত।।
তবহি অধর-রস পীবয়ে মোর।
জাগল মনমথ বান্ধলুঁ চোর।।
থর থর কাঁপয়ে কোরে আগোরি।
তব হাম ছুটলুঁ নিন্দ বিভোরি।।
করব কোপ জানি ছৈল সে কান।
যোই কহল মোহে কোই সে জান।।
পরিরম্ভণ বেরি মৃদলুঁ আঁখি।
তাহে যে ভৈ গেল শেখর সাখি।।