কি ঘর বাহির লোকে বলে একি রীতি।
জীতে পাসরিল নহে বন্ধুর পিরীতি।।
দেখিতে না দেখে আঁখি শ্যাম বিনে আন।
ভরমে আনের কথা না কহে বয়ান।।
শুনিতে শুনিয়ে সই শ্যাম পরসঙ্গ।
সোঙরি সঘনে মোর পুলকিত অঙ্গ।।
হিয়ার আরতি গো কহিতে নাহি দেশ।
মরমে ধরম কথা না করে প্রবেশ।।
গৃহকাজ করিতে অবশ সব দেহ।
জ্ঞানদাস কহে বড় বিষম শ্যামনেহ।।