কি দেখিলাম যমুনার জলে গো ননদী রাই, অপরূপে অলিরাজ বিরাজ করে কমলে। ধু
ননদী গো! মুই গেলু যমুনার জলে কলসী ভরিবার ছলে কিরূপ দেখিনু জলে।
জলে অলি কমলে বসে কখন হাসে কখন ভাসে কখন লুকি দেয় জলে গো ননদী রাই।
কলসী না গেল ভরা সঙ্গের সঙ্গী গেল তারা মুই অভাগী পড়ি রহিলাম ভুলে।
ধরিতে পারি না তায় ঠেকিলাম বিষম দায় না ছিল মুই অভাগীর কপালে গো ননদী রাই।
অলি ধরিবার ছলে মুই নারী নামিলাম জলে তালাসিয়া পন্থ নাহি মিলে ।
দুয়ারেতে তালা দিয়া রাখছে পন্থ বন্ধ করিয়া খুলিতে নারিনু কোন ছলে গো ননদী রাই।
অলি না আসিল হাত দিন গেল হইল রাত কলসী ভাসাইয়া নিল জলে।
বৃথা কাজে দিন গরাইলু খালি হাতে ঘরে আইলু কি বলিমু পতি জিজ্ঞাসিলে।
পাগল দৈখুরায় কয় শুন ওগো রসময় মুশিদ ভজিলে পন্থ মিলে, গো ননদী রাই।