কি দোষ আমার রে বন্ধু কি দোষ আমার। মনের কপট ভাঙ্গিয়া বল ফিরিয়া চাও একবার।
কুনু দেশে গেলায় বন্ধু ভুলিয়া রইলাম মোরে। নিরবধি ঝুরিয়া মরি বসিয়া একাসরে।।
রাতদিন চাইয়া থাকি পন্থ নিরখিয়া। আইতা আইতা সোনা বন্ধু মুররী বাজাইয়া।।
নিরবধি ডাকিরে বন্ধু উদ্দেশ নাই পাই। আমি অনাথী করমদোষী আমার করমে ছাই।
চরণ বাড়াইয়া দেও ধরি একবার। মনের দুঃখ পানি হইয়া যাউক সমদ্দুর মাঝার।।
দেখা দিয়া না দেও দেখা একি বিষম জ্বালা। ঘরের বৈরি যৌবন পতি বাইরে চিকন কালা।।
অধম আসরফে বলে কি বুঝ মন পাখী। বন্ধুয়ার চরণ বিনে উপায় নাই দেখি।