কি পেখলুঁরে সখি আজু বড় রঙ্গ।
ফুটল বান্ধুলি কমলক সঙ্গ।।
উতপল উপর ভ্রমর কর ভোর।।
কশিপুসহোদর কোটি জিনি দেহা।
ঝাঁপল জলধর বিজুরিক রেহা।।
গঞ্জিত দ্বিজরাজ উদিত দ্বিজরাজ।
ভকত নখত তাঁহি বেঢ়ি সমাজ।।
কহ কবিশেখর অনুভব সার।
মূঢ় না বুঝয়ে গূঢ় অবতার।।