কি রূপ দেখিলাম কালিন্দী কূলে।
অপরূপ রূপ কদম্ব মূলে।।
অচলা চপলা মেঘেরি গায়।
মৃগাঙ্করহিত শশাঙ্ক ভায়।।
নাচিছে ময়ূর জলদ’পরি।
অলিকূল আছে চাঁদেরে ঘেরি।।
আর অপরূপ কহিল নহে।
যথা মেঘ তথা বারি না রহে।।
হৃদয় আকাশে উদয় করি।
নয়নযুগলে বহায় বারি।।
হেন মনে লয় বিজুরি হয়ে।
জড়াইয়ে থাকি মেঘের গায়ে।।
জ্ঞানদাস কহে না কহ আন।
যে কহিলা ধনি সেই প্রমাণ।।