কি হইল কি হইল প্রেমজ্বালা গো সজনী সই কি হইল কি হইল প্রেমজ্বালা।। ধু
নিশিতে প্রাণের নাথ লইয়াছিল একই সাথ ওরে শিওরে গাঁথিয়া ফুলের মালা,
গো সই সে কথাটি মনে ওঠে সই গো পরানি ফাটে
জাগিয়া না পাইলাম রসের খেলা গো সজনী সই।।
দেহা ছাড়ি’ প্রাণ যাইতে বান্ধিয়ো তমাল ডালে গলে দিয়ো কদম্বের মালা;
আমি নারী অবুলা কুল মজাইয়া নিয়াছিল কদম্বের তলা,
আমার দুঃখের ভার পিরথিমীয়ে না সয় আর আনো সখি মাথায় মারি ছিলা;
ঠাকুর কাজি শা’য় কইন কি আচম্বিতে হইল
কে বুঝিতে পাযে আমার ঠাকুর চান্দের লীলা।