কুঞ্জহি ভেটল নাগর শ্যাম।
ধনি অনুরাগিণি সহজই বাম।।
গদগদ কহে কথা নাগর পাশ।
তুহুঁ কাহে মাধব ভেলি উদাস।।
পহিলহি যত তুহুঁ আরতি কেল।
সো অব দুরহি দূরে রহি গেল।।
হাম তুয়া দরশন লাগি বিভোর।
তুহুঁ কাহে বচন না শুনসি মোর।।
তুয়া লাগি কুলশীল তেজলুঁ হাম।
না জানি কি অবহুঁ আছয়ে পরিণাম।।
জ্ঞানদাস কহ নহে চতুরাই।
ধনি অতি সরল কহয়ে পুন তাই।।