কুঞ্জে সুন্দর শ্যামর চন্দ।
বহুবিধ ভোজনে ভেল আনন্দ।।
আচমন করি তাহে নাগররাজ।
রসভরে পৈঠল কুঞ্জক মাঝ।।
সুখদ শেজপর বৈঠল কান।
ধনি অবশেষ করু ভোজন পান।।
সহচরিগণ মেলি ভুঞ্জলি রাধে।
আচমন করি চলু শয়নক সাধে।।
রসময়ি বৈঠলি রসময় পাশ।
দুহুঁ হেরি সখিগণ করু পরিহাস।।
ব্রজরমণীগণ চতুরী সুজান।
কর্পূর তাম্বূল দেই পুরল বয়ান।।
দুহুঁ অঙ্গে বেকত মদন-বিকার।
সহচরিগণ হেরি ভেলি বাহার।।
দুহুঁ মেলি শূতলি আলস গায়।
দুহুঁ পদ সেবই শেখর রায়।।