কুলের ধরম ভরম সরম
সকলি হইনু ছাড়া।
হাসিতে হাসিতে পীরিতি করিনু
এবে সে হইল গাঢ়া।।
কে জানে এমন পরিণামে হবে
পাইব এমনি দুখ।
তবে কি পীরিতে করিতাম রতি
এহেন প্রেমের সুখ।।
যা দেখি যা ধারা প্রাণ হব হারা
বাঁচিতে সংশয় ভেল।
আছিল আমার সোনার বরণ
কালি যে হইয়া গেল।।
চণ্ডীদাসে বলে শ্যামের পীরিতি
যে ধনী করিয়া আছে।
পীরিতি আদর করিয়া সে জন
কেবা কোথা ভাল আছে।।