কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ।
সুগন্ধি ফুলের মালা কেনে বা গাঁথিলুঁ।।
কেনে বা কুসুম-শেজ সাজাইলি তোরা।
কেনে বা চন্দন ভরি ধরিলুঁ কটোরা।।
রজনী চলিয়া যায় বুকে শেল বাজে।
কত না পাইলুঁ দুখ লম্পটের কাজে।।
মনে মনে মনোরথ করিলাম যত।
কানু বিনে সকলি হইল অনরথ।।
নিশি পোহাইলে যার রহিবে জীবন।
সেজন করিবে কালি কানু দরশন।।
এত বলি বিনোদিনী করয়ে রোদন।
শশিশেখরের হিয়া না যায় ধরণ।।